ABP Ananda L;IVE: পয়লা বৈশাখের জনসংযোগ কর্মসূচির মধ্যে ঢুকে পড়ল রাজনীতিও। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বদলানোর ডাক দিয়ে 'হাল ফেরানোর খাতা' কর্মসূচি পালন করল বিজেপি। উঠে এল চাকরি বাতিল, আরজি কর-কাণ্ডের মতো ইস্যু। শিল্পের হাল ফেরানোর ডাক দিয়ে কর্মসূচি করল কংগ্রেস। অন্যদিকে, রাজ্য জুড়ে নববর্ষের শোভাযাত্রা-সহ একাধিক কর্মসূচি পালন করল তৃণমূল।